গার্মেন্টস এর মেশিন গুলোর বাইরের ও ভিতরের যন্ত্রাংশের নাম

মেশিনের বাইরের যন্ত্রাংশ ও কাজ:

প্রেসার বার এডজাস্টটিং স্ক্র: প্রেসার ফুট এবং ফীড ডগের মাঝখানে চাপকমানো বা বাড়ানো যায়। ব্যবহার: কাপড়ের মোটা পাতলার উপর নির্ভর করে এটা এ্যাডাজাস্টিং করা হয়। যেমন: ক) ভয়েল, পলেষ্টার, পপলিন ইত্যাদি খ) জিন্স, কার্ড ইত্যাদি।


নিডেল থ্রেড টেনশন পোস্ট এ্যাসেম্বলী: নিডেল থ্রেড টেনশন পোস্ট এ্যাসেম্বলী সেলাই ঠিক করা হয়। যেমন: ফলক, গীট, কুচানো ইত্যাদি।
প্রেসার ফুট: প্রেসার ফুট দ্বারা কাপড় চেপে রাখা যায়। ব্যবহার: এ অংশের কেনিলিফটারের সাহায্যে উঁচু ও নিচু করা হয়।


ফিড ডগ: এর সাহায্যে পাসিং বা ফ্রি করা হয়।
ব্যবহার: মেশিন চলন্ত অবস্থায় এই অংশটি ব্যবহার করা হয়।


হ্যান্ড হুইল: হ্যান্ড হুইল এর সাহায্যে নিডেল উঠানামা করা হয়।


ব্যবহার: ট্রেডেলের হালকা চাপ দিয়ে নিজের বডির দিকে ঘুরাতে হয়।


ওয়েল ফ্লো ওয়েন ডু: ওয়েল ফ্লো ওয়েন ডু এর সাহায্যে চলন্ত অবস্থায় মেশিনে সঠিকভাবে তেল আছে কিনা তা দেখা হয়। ব্যবহার: এই অংশটি তখনি ব্যবহৃত হয় যখন টাঙ্কিতে পর্যাপ্ত পরিমানে তেল থাকে।


স্টীচ লেন্থ রেগুলেটার:  এর সাহায্যে সেলাই বা ফোর ছোট বড় করা হয়।ব্যবহার: এ অংশের ঘুরিয়ে ফিরিয়ে এডজাস্টিং কওে ফোর
ছোট বড় করা হয়।

রেভার্স ফিড লিভার:এর সাহায্যে সেলাইযের শুরুতে এবং শেষে ব্যাকষ্টীচ বা ব্যাকটাক দেওয়া হয়।
ব্যবহার: ট্রেডেল এবং রিভার্স ফীড লিভারের চাপ দিয়ে ব্যাকটাক করা হয়।


কেনিলিফটার: কেনিলিফটারের সাহায্যে প্রেসার ফিড উঁচু ও নিচু করা হয়।
ব্যবহার: এই অংশটি হাটু এর সাহয্যে ব্যবহার করা হয়।


থ্রেড স্ট্যান্ড:

টপ টেবিল
মেশিন স্ট্যান্ড
চেইক স্প্রিং
পিটম্যান
টেইক আপ লিভার
চেইক স্প্রিং



মেশিনের ভিতরের যন্ত্রাংশ:
ববিন
ভি বেল্ট
ক্লাচ মটর
রুটারী হুক

ট্রেডেল : এর সাহায্যে মেশিন চালু এবং বন্ধ করা হয়। ব্যবহার: এই অংশটি পায়ের সাহায্যে ব্যবহার করা হয়।

ববিন ক্যাস
সুইং ইমপ্লিমেন্ট  ।
Share This post on

Related Posts

0 Response to "গার্মেন্টস এর মেশিন গুলোর বাইরের ও ভিতরের যন্ত্রাংশের নাম"

Post a Comment

Iklan Atas Artikel

chgfff

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

njkhgvhj