গার্মেন্টসের কিছু অলটার সম্পর্কে জেনে নিন

আজকে আমরা গার্মেন্টস কোয়ালিটির কয়েকটি অলটার এবং সেগুলো চেনার উপায় সংক্ষেপে আলোচনা করবো।চলুন তাহলে শুরু করি।

দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে হয় ব্রকেন স্টিচ।


সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে হয় স্কিপ স্টিচ।


সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুুঁচি পড়লে হয় প্লিট।


সেলাই এর সময় কিছু যায়গায় সেলাই এড়িয়ে গেলে হয় ওপেন স্টিচ।


দুইটি বন্ধনী জোড়া দেওয়ার পর ভেতর থেকে কাঁচা বের হলে হয় রয়েজ আউট।


দুই মাথার সেলাই এসে জয়েন্ট না মিললে হয় আন ইভেন জয়েন্ট স্টিচ।


এগুলিই হচ্ছে মেইন প্রব্লেম। এছাড়াও কিছু অলটার এর নাম দেওয়া হলো যেগুলি প্রাক্টিক্যাল না দেখলে বোঝানো অসম্ভব।


🔎🔎 ড্যামেজ।
🔎🔎 ফেব্রিক ফল্ট।
🔎🔎 ওয়েল স্পট।
🔎🔎 পাকারিং।
🔎🔎 ওভার লক ব্রকেন।
🔎🔎 নিডেল মার্ক এবং কাট।
🔎🔎 টেনশন লুজ।
🔎🔎 বারটেক মিসিং।
🔎🔎 বাটন হাল্ফ স্টিচ।
🔎🔎 শেডিং পার্টস ইত্যাদি।
Share This post on

Related Posts

0 Response to "গার্মেন্টসের কিছু অলটার সম্পর্কে জেনে নিন"

Post a Comment

Iklan Atas Artikel

chgfff

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

njkhgvhj