মিথ্যেবাদী রাখাল ও বাঘের গল্প


এক রাখাল বালক প্রতিদিন মাঠে গরু চড়াতো।সে ভীষন দুষ্টু ছিলো। একদিন মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো তার।

‘বাঁচাও বাঁচাও আমার ভেড়ার পালে বাঘ হামলা করেছে’- চিৎকার করতে লাগলো সে। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সব লাঠি-সোটা নিয়ে হাজির। কিন্তু কই বাঘ? সবাই বুঝলো রাখাল মজা করার জন্য এ কাজ করেছে। সবাই যে যার কাজে ফিরে গেলো।

রাখাল কিন্তু খুব মজা পেয়ে গেলো। কয়েকদিন পরে আবার সে একই কাজ করলো। লোকজন ছুটে এসে দেখলো বাঘ নেই। এরকম কয়েকবার হলো।
একদিন সত্যি সত্যি বাঘ আক্রমন করলো। রাখাল প্রান ভয়ে বাঘ বাঘ করে চিৎকার করতে লাগলো। কিন্তু সেদিন কেও এগিয়ে আসলো না। সবাই ভাবলো রাখাল আবারো মজা করছে। বাঘ রাখালের ঘাড় মটকে খেয়ে ফেললো।

উপদেশঃ মিথ্যাচার করলে প্রতিফল পেতে হয়।
Share This post on

Related Posts

  • দুই কলসীর গল্প
    দুই কলসীর গল্প নদীতে ভাসতে ভাসতে চলেছে দুই কলসী। এক কলসী মাটির, এক কলসী পিতলের। স্রোতের টানে ভেসে যেতে যেতে মাটির কলসী পিতলের কলসীকে বলে, “প্রার্থনা করি রে ভাই, দূ ...
  • একটি অসুস্থ হরিণের গল্প
    একটি অসুস্থ হরিণের গল্প অসুখ করায় এক হরিণ চুপটি করে নিজের আস্তানায় শুয়ে ছিল। তার আত্মীয়-স্বজন, ইয়ার-দোস্তরা দলে দলে তাকে দেখতে এল। তার শরীরের খোঁজ-খবর নেওয়ার সাথে সাথ ...
  • একটি নেকড়ে ও ঘোড়ার গল্প
    একটি নেকড়ে ও ঘোড়ার গল্প এক নেকড়ে একবার একটা জই ক্ষেত থেকে বের হয়ে দেখে সামনে একটা ঘোড়া চরে বেড়াচ্ছে। তখন সে ঘোড়াটাকে ডেকে বলল, “ঢুকে পড়ো, ঢুকে পড়ো, এই জই-এর ক্ষেতে ঢ ...
  • নেকড়ে ও ভেড়ার গল্প
    নেকড়ে ও ভেড়ার গল্প ঘুরতে ঘুরতে এক নেকড়ে একটা দলছুট ভেড়াকে একলা পেয়ে গেল। নেকড়ের ইচ্ছে হল বেশ মহত্ব দেখায়। ভেড়াটার উপর কোন হামলা না চালিয়ে বরং কিছু যুক্তি-তক্ক দ ...
  • বানর ও উটের গল্প
    বানর ও উটের গল্প জঙ্গলে পশুদের জোর আমোদ-আহ্লাদ চলছিল। এক বানর একসময় উঠে এসে চমৎকার এক নাচ দেখিয়ে দিল। দর্শক-শ্রোতারা ত মহা খুশী। তাদের তুমুল হাততালির মধ্যে বানর ফি ...
  • গল্প : আঙ্গুর ফল টক
    গল্প : আঙ্গুর ফল টক কোন একদিন এক ক্ষুধার্ত শেয়াল দেখতে পেলো গাছের ডাল বেয়ে আঙ্গুরের লতা উপরে উঠে গেছে আর সেখান থেকে থোকা থোকা পাকা পাকা আঙ্গুর ঝুলছে। লোভে শেয়ালের জিভে ...

1 Response to "মিথ্যেবাদী রাখাল ও বাঘের গল্প"

  1. খুব ভালো।আমার ভালো লেগেছে।
    Thank you

    ReplyDelete

Iklan Atas Artikel

chgfff

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel

njkhgvhj